এইমাত্র
  • আজই গাজায় যুদ্ধবিরতির ঘোষণা হতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
  • ইকুয়েডরের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা
  • ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচের গুঁড়া ছিটালেন স্ত্রী
  • ইহুদিদের উৎসবের জন্য ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বন্ধ করল ইসরায়েল
  • একলাফে সোনার দাম ভরিতে বাড়ল ৬৯০৫ টাকা
  • ‘বিলিয়নিয়ার’ ক্লাবে রোনালদো
  • এনআইডি জালিয়াতির স্বর্গরাজ্য কক্সবাজার!
  • কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
  • আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশে এলো যুক্তরাষ্ট্র নৌ-বাহিনীর জাহাজ
  • আজ বৃহস্পতিবার, ২৪ আশ্বিন, ১৪৩২ | ৯ অক্টোবর, ২০২৫

    দু’গ্রুপের সংঘর্ষ

    চাঁদপুরে জেলেদের চাল বিতরণকালে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

    চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জাটকা নিধন থেকে থেকে বিরত থাকা জেলেদের (বিজিএফ) চাল বিতরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

    সোমবার (১৭ মার্চ) দুপুরে বহরিয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় ৩ ও ৯ নম্বর ওয়ার্ড জেলেদের চাল বিতরণকালে এই ঘটনা ঘটে।

    আহতরা হলেন-ইউনিয়নের বহরিয়া এলাকার আক্কাস খাঁন, সুফিয়ান, আফজাল খান, বোরহান, রাব্বি গাজী, মুকসুদ মিজি, মহসীন মিজি, জায়েদ মিজি, মমিন হাওলাদার ও মন্টু মিজি। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রাব্বীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।

    চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, সংঘর্ষের ঘটনায় কয়েকজন হাসপাতালে আসে। এর মধ্যে রাব্বিা নামে একজনের মাথায় টেঁটাবিদ্ধ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। একজন এখানে চিকিৎসাধীন রয়েছে। বাকী আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলেগেছে।বর্তমানে ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।

    চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। ঘটনার সময় বহরিয়া এলাকায় লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় দু’পক্ষের লোকজন কাঁচের বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে।

    এমআর

    Loading…